নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীর (৪০) নামে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। জেলা প্রশাসকের সাথে শিক্ষার্থীদের সাক্ষাতের আশ^াসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে আড়াই শতাধিক শিক্ষার্থী ক্লাস না করে মাঠে অবস্থান নেয়। এসময় তারা তাদের প্রিয় শিক্ষক সুকান্ত কুমার গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার অনুরোধ করলেও তারা স্কুল মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপার ভাইজার সজল বিশ^াস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাজ্জাদ হোসেন স্কুলে যান। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে নড়াইল জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের দাবি জানান। জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করার ব্যবস্থা আশ^াস দেয়া হলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
এদিকে সোমবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে তুলারামপুর-শেখহাটি সড়কের এগারোখানের হাতিয়াড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশত ছাত্রছাত্রীরা শিক্ষক সুকান্ত গোস্বামীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে কংকন পাঠকের সভাপতিত্বে বক্তব্য দেন শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাপস পাঠক, সুকান্ত গোস্বামীর স্ত্রী ইতি গোলদার, সুকান্তের বৌদি ইতি গোস্বামী, সমাজ সেবক বিলাস সরকার, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সমীর কর, ছাত্রী হ্যাপি পাঠক, চৈতি গোস্বামী প্রমুখ।
বক্তারা বলেন, এলাকায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এলাকার প্রতিপক্ষরা এক প্রতিবন্ধি ছাত্রীকে দিয়ে হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধক্ষ্য সুকান্ত কুমার গোস্বামীর (৪০) নামে মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করে। কোন তদন্ত ছাড়াই পুলিশ প্রশাসন মামলা গ্রহণ করে। আমরা প্রকৃত ঘটনা যাচাই-বাছাইয়ের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে শিক্ষক সুকান্ত গোস্বামীর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।’
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com