নড়াইল জেলায় প্রায় দেড়শত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়।
শনিবার ( ১১ মে) সকালে নড়াইল পৌরসভার সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হয় নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ সামিউল আলম জেহাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান বক্তা বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের কেদ্রীয় সভাপতি এম ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের মহাসচিব মোঃ সাফায়েত হোসেন, কেন্দ্রীয় কার্ষকারী পরিষদের সহ-সম্পাদক আলতাফ হোসেন, এসএম রফিক উদ্দিন, সালেহা রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন স্কুল ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম খান।
আলোচনা সভা শেষে জেলার ৩০ টি কিন্ডারগার্টেন স্কুলের ১৪৩জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
এফআর/অননিউজ