নড়াইলে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় ও সুনিদিষ্ট পদক্ষেপ গ্রহনের জন্য “গনমাধ্যম সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বে-সরকারি মানবাধিকার সংগঠন
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি )এর আয়োজনে নড়াইল চিত্রা হোটেলের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে গনমাধ্যম কর্মিদের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে সুনিদিষ্ট পদক্ষেপ গ্রহনের জন্য গনমাধ্যম কর্মিদের মতামত গ্রহন করা হয়। সভায় আরো জানানো হয় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি ) নড়াইল জেলায় ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় মানবপাচার প্রতিরোধ, পাচার কারী ভিকটিমদের পূনর্বাসন, শিশু নির্যাতন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি )এর প্রকল্প সমন্বয়কারী এস,এম আহসানউল্লা সরকার,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি এম, মুুনির চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব রশীদ লাবলু, সাংবাদিক কাজী হাফিজুর রহমান,সাংবাদিক মোঃসাইফুল ইসলাম তুহিন,সাংবাদিক খায়রুল আরেফিন রানাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।