নড়াইল প্রতিনিধি
নড়াইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নববধু নিহত হয়েছে। ৫ঘন্টার ব্যবধানে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাগেছে, সোমবার (৩জুলাই) বিকাল ৫টার দিকে নড়াইল সদর উপজেলার আগদিয়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় জান্নাতুল (৪বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আগদিয়া গ্রামের এবি সিদ্দিকী জানান, আগদিয়া পুরাতন হাটখোলা আলী হোসেনের কাছে শিশু জান্নাতুল রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি মোটর সাইকেলে ধাক্কা দিলে শিশুটি ইজিভ্যানের চাকার তলে পড়ে পিষ্ট হয়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। জান্নাতুলের পিতা বিছালী গ্রামের তোরাপ আলী পেশায় একজন দীনমজুর।
অপর দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে। প্রায় তিন মাস আগে তাহেরার বিয়ে হয়েছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিভ্যানে দিঘলিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিভ্যান বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। তবে তাহেরা স্বামী ও ভ্যানচালক সুস্থ আছেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com