নড়াইলে যানবাহনের ধাক্কায় সুমন শেখ (৩৭) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার ইন্দ্রা গ্রামে। তার পিতার নাম রাশেদ শেখ। স্থানীয়রা জানান, ভ্যান চালক সুমন নড়াইল শহর হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকায় পৌছালে ঢাকামুখী যানবাহনে ধাক্কা দেয় সুমনকে। এসময় সড়কের ওপর আছড়ে পড়ে। ঘঁনাস্থলেই
সুমনের মৃত্যু হয়।
তুলরামপুর হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিয়ে যান। এ
ব্যাপারে আইনগত পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।