নড়াইল প্রতিনিধি,আবদুস সাত্তার।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে একজন নারী মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল পৌর এলাকার বৌ-বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল যোগে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য আয়েশা সুলতানা নড়াইল শহরে আসেন। মিষ্টি কিনে আত্মীয় বাড়ী যাবার পথে বউবাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণে ঘটনা¯’লেই তিনি মারা যান। তবে পিছনে বসে থাকা তার ভাইয়ের ছেলে হুমায়ুর প্রাণে বেঁচে যান। হুমায়ুর কিছুটা আহত হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে
নেওয়া হয়েছে।