নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র হাফেজ তাজিম হোসেন(২৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে নড়াইল-ল²ীপাশা-ঢাকা মহাসড়কের নড়াইল সদর
উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম হোসেন নড়াইল পৌরসভার দূর্গাপুর-ডুমুরতলা গ্রামের আলহাজ¦ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ল²ীপাশা কওমী মাদ্রাসায় জামায়াত শাখায় পড়াশোনা
করেন। ফায়ার সার্ভিস ও পারিবারিকসুত্রে জানান, হাফেজ তাজিম তার মোটর সাইকেল নিয়ে সোমবার সকালে বাসা হতে ল²ীপাশায় মাদ্রাসায় যাচ্ছিলেন। দত্তপাড়া বাজার
এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
এসময় তাজিম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। প্রত্যক্ষদর্শী দত্তপাড়া বাজারের মুদি দোকানী হায়াতুজ্জামান জানান, মোটর সাইকল চালক তাজিম আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এসময় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর
করা হয়। ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসিরুদ্দীন জানান হাফেজ তাজিমের পিতা আব্দুর রাজ্জাক ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক ছিলেন। তাজিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল শাখার সদস্য ছিলেন। তিনি ল²ীশীপাশায় একটি কওমী মাদ্রাসায় জামায়াত
শাখায় পড়াশোনা করেন। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। তাজিমের মৃত্যুতে পরিবার,আত্মীয় স্বজন, এলাকাবাসী ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।