নড়াইলে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের কম্বল বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদ্রাসার ছাত্র,এতিম, অসহায় ও দুঃস্থ্য শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের আয়োজনে সদর উপজেলার চালিতাতলা স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সভাপতি আনোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, বিশেষ অতিথি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রলয় কান্তি সমাদ্দার, নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অবরসপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈয়দ হাফিজুর রহমান বিলু, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রæব কুমার ভদ্র প্রমুখ। এসময় সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক প্রভাষ কুমার শীল, কোষাধ্যক্ষ সৈয়দ মশিউর রহমান কবির, সদস্য মোঃ রেজাউল করিম, দীপঙ্কর সাহা, মোঃ শাহাবুদ্দীন শেখ, মোঃ পলাশ খান, সৈয়দ ইমরুল, মোঃ মতিউর রহমান, হাদিয়ার রহমান, ফিরোজ বিশ্বাস, কাজী রিপু, আজমির হোসেন, বন্দনা সহ ট্রাষ্টের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচন্ড এই এতিম অসহায় ও দুস্থ্যরা কম্বল পেয়ে ভীষণ খুশি মনে বাড়িতে ফিরে যান।

উল্লেখ্য যে, মানবিক সেবামুলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সততা, ঐকান্তিক চেষ্টা ও দৃঢ় বিশ্বাস নিয়ে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রতিষ্ঠিত সংগঠন ‘ সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্ট’ বেশ কয়েক বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান, চিকিৎসা সহায়তা, খেলাধুলা, শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনের সদস্যবৃন্দ।

আরো দেখুনঃ