আবদুস সাত্তার,(নড়াইল)
নড়াইল জেলায় বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরকার নির্ধারিত মুল্যে ৩০টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। বুধবার (২৪মে) বিকালে নড়াইল সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ মান্নান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মূর্খাজী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস সহ জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, মিল মালিক, কৃষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
কর্তৃপক্ষ জানান, চলতি বছরে সরকার নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট হতে মোট ৪ হাজার ২শত ৪২ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৫হাজার ৪শত ১৯ মেট্রিকটন সিদ্ধ চাল ২১টি মিল মালিক নিকট থেকে সংগ্রহ করা হবে।
এসকেডি/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com