নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরি জাতীয়করণের
দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া জেলা
প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ টায় বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল
নবীশ) এসোসিয়েশন বৈষম্যবিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ নড়াইল
জেলা শাখার আয়োজনে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ
কর্মসূচি পালন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে দাবি-দাওয়া
মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন নড়াইল নকল নবীশ
এসোসিয়েশনের সভাপতি মো: শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক
নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন, কোষাধ্যক্ষ
লিপিকা তরফদার, উজ্জল কুন্ডুসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা
নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকুরী
জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। কিন্তু অত্যান্ত কষ্টের বিষয়
কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। আমরা অন্তবর্তীকালিণ
সরকারের কাছে আমাদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান
করেন।
কর্মসূচিতে নড়াইলে কর্মরত শতাধিক নকলনবীশরা অংশগ্রহণ করেন।

 

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ