নড়াইলে সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সুলতান মেলার ৪র্থ দিনে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী স্মরনে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ২ শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহন করে। এছাড়া ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের রঙতুলিতে এস,এম সুলতান. সুলতানের জীবন ও কর্ম, গ্রামীন দৃশ্য, মহান মুক্তিযুদ্ধ ও প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে।
এদিকে প্রতিবছর সুলতান মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন শুক্রবার আয়োজন করা হলেও এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শিশুদের উপস্থিতি ছিল কম। যার কারণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে অন্যবছরের মতো প্রাণবন্ত ছিলো না।
এছাড়া মেলার ৪থদিনের বিকালে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিলো গ্রামীণ খেলাধুলা, চিত্রপ্রদর্শনী, ‘অসম্প্রদায়িক সুলতান’ শীর্ষক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।