নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসমী জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েতকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর শেখ জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানী শেখের ছেলে।
মঙ্গলবার (১৮জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। হত্যা মামলার রায় ঘোষণার আগ থেকেই তিনি পলাতক ছিলেন। হত্যা মামলা ছাড়াও জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৪ বছরের দন্ডাদেশ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নড়াইল সদর ও লোহাগড়া থানায় চুরির মামলা রয়েছে।
উল্লেখ্য যে, জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েত আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় বিবাহের পর থেকেই পারিবারিক অশান্তি বেড়ে যায। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর শেখ@হেদায়েত এর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে উঠে বাদী রবিউল ইসলাম তার মাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। এ সময় সে তার বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চাইলে গরু জবাই করেছে বলে জানায় তার বাবা। রবিউল ও তার স্বজনেরা খোঁজাখুজি করে পদ্মবিলা গ্রামের বিলে মমতাজের গলাকাটা মৃতদেহ দেখতে পায়৷ সেই থেকে দীর্ঘদিন পলাতক ছিল জাহাঙ্গীর। সাজা থেকে বাচঁতে খুলনার ডুমুরিয়ায় নতুন সংসার বেঁধে আত্মগোপন করেছিলো, জাহাঙ্গীর।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া জানান, নড়াইল পুলিশ সুপার নির্দেশে নড়াইল সদর ও লোহাগড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মালিবাগ থেকে জাহাঙ্গীর শেখ ওরফে হেদায়েতকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফআর/অননিউজ