নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা তথ্য অফিসার মনিরুল বাশারের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম আরাফাত হোসেন, নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠঅনে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com