নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ না করার দাবিতে ব্যবসায়ীদের মানবন্ধন
নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের রূপগঞ্জ বাণিজ্যিক এলাকায় হকার্স মার্কেটটি মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। মার্কেটটি উচ্ছেদ করা হলো প্রায় ৩০জন দরিদ্র ব্যবসায়ীর পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মার্কেটের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার। তিনি দাবি করেন ২১ বছর ধরে তারা ব্যবসা করে আসছে। একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্খ হয়ে বিভিন্ন মহলে ভূয়া তথ্য দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদের পায়তারা করছে। মার্কেটটি রক্ষার্থে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ভূক্তভোগী ব্যবসায়ীরা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িগণ, ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাসু/অননিউজ২৪