নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে চাঞ্চল্যকর ফরিদ শেখ হত্যা মামলার অন্যতম আসামী মোঃ সালাম শেখকে মৃত্যুদন্ডাদেশ ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ দন্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সালাম শেখ জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। রায় ঘোষনার সময় আসামী মোঃ সালাম শেখ পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সালাম শেখ মামলার বাদী জেলার কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মোঃ আনছার শেখের পুত্রবধু রচনা বেগমকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। এ ঘটনাটি জানাজানি হলে আসামী সালাম শেখ দেশীয় অস্ত্র নিয়ে আনছার শেখের বাড়িতে হামলা করতে গেলে তারা আসামীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা করলে আসামী সালাম শেখ ক্ষুব্ধ হন। ২০১৬ সালের ২৪জুন বিকেলে বাদীসহ তার স্ত্রী ও ছেলে ফরিদ শেখ ঈদের কেনাকাটা করতে কালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়া পৌরসভার সাবেক পৌর ভবনের সামনে ডাকবাংলো রোডের পূর্বপাশে বাদীর ছেলে নিহত ফরিদ শেখকে আসামী সালাম শেখ ডেকে নিয়ে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মোঃ আনছার শেখ বাদী হয়ে মোঃ সালাম শেখসহ ৫জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা অন্যদের অব্যাহতি দিয়ে আসামী মোঃ সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বাদীসহ ১৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আসামী মোঃ সালাম শেখের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত আসামী মোঃ সালাম শেখকে মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।
এফআর/অননিউজ