নড়াইলে হাজারো কন্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার(৭ মার্চ) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ব্যতিক্রমধর্র্মী এ আয়োজন করা হয়।
নড়াইল জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে অনুষ্ঠানে ৩০ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট সহ¯্র মানুষের উপস্থিতিতে বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এছাড়া স্থানীয় শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর মুর্যালে সংসদ সদস্য মাশরাফির পক্ষে ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম ভুইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা শিশু একাডেমীর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।