নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল ফের গ্রেফতার
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখকে (৫০) ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে নড়াইল সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম এক প্রেসব্রিফিং এ জানান, ৬ ডিসেম্বও (শুক্রবার) ভোররাতে বিল্লাল শেখকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বিল্লাল শেখ নড়াইল সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বিল্লাল শেখকে গ্রেফতার করে নড়াইল
সদর থানা পুলিশ। গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে গাড়িতে করে থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির
লোকজনেরা। পরে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়া পরিহিত আসামি বিল্লালকে ছিনিয়ে নিয়ে যায়। পরেরদিন আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায়
নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পার্যায়ে শুক্রবার ভোররাতে গাজীপুর
মেট্রোপলিটনের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি সাজেদুল ইসলাম আরো জানান, ব্যাপক অভিযান চালিয়ে ছিনিয়ে নেয়া ওই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করে নড়াইল সদর থানায় আনা হয়। এর আগে
ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার এবং পুলিশের গাড়ির সামনে ব্যারিগেড দেওয়া মোটরসাইকেল দুইটিও জব্দ করা হয়।