নড়াইলে ১ম বিভাগ ভলিবল লীগ (পুরুষ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে নড়াইল টেবিল টেনিস সংস্থা ৩-২ সেটে নাকশী সবুজ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ভলিবল পরিষদের আয়োজনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের সভাপতি প্রকৌশলী মানিক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, ভলিবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ