নড়াইলে ২৮দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ (পুরুষ) কোর্স সম্পন্ন হয়েছে। মঙ্গলাবার (৬ মে) বিকালে সনদপত্র বিতরণের মধ্যদিয়ে প্রশিক্ষণ কোর্সটি শেষ হয়।
গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সময়োপযোগী ও আরো গতিশীল করতে কি কি করণীয় সে বিষয়ের উপর ২৮দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। জেলার বিভিন্ন এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৪ জন পুরুষ সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট মোঃ নূরুল আবছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। এছাড়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল , উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শুভ মালাকার প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।