নড়াইলে ৩দিনব্যাপী জেলা ইজেতেমা শুরু হয়েছে। শহরের মহিষখোলা বালুর মাঠে বুধবার মাগরিবের নামাযের পর বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়। এবারের ইসতেমায় ইন্দোনেশিয়া হতে দুটি দল ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫ দল এসেছে। এছাড়া নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছে। তাবলীগ জামায়াতের স্বনামধন্য আলেমগন আলোচনা পেশা করবেন। আগামী ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে মোনাজাতের মধ্যদিয়ে ইসতেমা শেখ হবে।
তাবলীগ জামায়াতের নড়াইল জেলা জিম্মাদার অ্যাডভোকেট সৈয়দ আকিকুর রহমান জানান, মুসল্লীদের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে জেলার বিভিন্ন হাজার হাজার মুসল্লীরা এই এজতেমায় অংশগ্রহণ করবে।
আই/অননিউজ২৪।।