নড়াইলে ৩০ টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়া
হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এ পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, জিডি ও অভিযোগের প্রেক্ষিতে
নড়াইলের গোয়েন্দা পুলিশ, জেলা সাইবার ক্রাইম সেল সহ ৪টি থানা পুলিশ বেশ কিছুদিন যাবৎ উদ্ধার ক্যাক্রম পরিচালনা করে আসছে। উদ্ধার অভিযানে ৩০টি
বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধারা করা হয়। এছাড়া প্রতারণা করে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ সকল ভূক্তভোগীর হাতে তাদের
খোয়া যাওয়া মোবাইল ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮০ হাজার টাক তুলে দেয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘ নড়াইল জেলার আইন শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে
চলেছে। এক্ষেত্রে সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার মানুষের সহযোগিতা আশা করছি।’
প্রেসব্রিফিং এ নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি ছাব্বিরুল আলম, জেলা সাইবার ক্রাইম সেলের ওসি শাহ্ধসঢ়; দারা খান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24