নড়াইলে ৩ দিনব্যাপী শিল্পকলা উৎসব-২০২৫ এর উদ্বোধন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এস,এম,সুলতান স্মৃতি সংগ্রহশালায় বুধবার (২৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আহসান মাহমুদ রাসেল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান । এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, চিত্রশিল্পী
নিখিল চন্দ্র দাস, চিত্রশিল্পী মাহবুব জামাল শামিম, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল জেলা কালচারাল অফিসার মোঃ রাকিবুল বারী, এস, এম,সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূর্খাজী প্রমুখ। পরে শিল্পী সুলতানের হাতে গড়া প্রতিষ্ঠান শিশুস্বর্গের ৪৫ জন শিশু চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী, নড়াইলের ১৬জন সিনিয়র চিত্রশিল্পীর এস.এম সুলতানের জীবন ও কর্মের উপর চিত্র কর্মশালা এবং ঐ নূতনের কেতন ওড়ে ঃ জুলাই অভ্যুত্থানের দেয়ালচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ফেব্রæয়ারি এ উৎসব শেষ হবে ।
তিন দিনের এ উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে, পাপেট শো, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও কর্মের উপর সেমিনার, চিত্রশিল্পী নিখিল চন্দ্র দাসের পট গান, স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com