নড়াইলে ৩ দিন ব্যাপী (৬-৮ জুন) “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি” মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) সকাল সাড়ে ১০ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ
চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ ফরিদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
৬-৮জুন পর্যন্ত তিনদিনব্যাপী এ মেলায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যাবহার এর মাধ্যমে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্যসহ এ প্রযুক্তি ব্যাবহারের পদ্ধতি বিষয়ে ১১ টি ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ পর্যন্ত চলবে এ মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষানী, সশীল সমাহের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24