নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবজ্জল ৫৪তম গণপ্রকৌশল ীদবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে
একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে টিটিসির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়
আইডিইবি নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান। দিক- নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি বিশেষ অতিথি নড়াইল সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান হায়াত, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, টেকসই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রকৌশলীদের অনেক অবদান রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের আরো আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষক, শিক্ষার্থী,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24