নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
নড়াইল প্রতিনিধি

” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। পরে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, সমবায়ী আবু জাফর মুরাদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, সুরাইয়া ইসলাম রিক্তা প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল সমবায়ী লোহাগড়ার মাইগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায়ের সদস্য নাদিরা খানম, লোহাগড়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সহ-সভাপতি সুরাইয়া ইসলাম রিক্তা, ল²ীপাশা দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সভাপতি আল ইমরান শেখ, কুমারডাঙ্গা আশ্রয়ণ-২ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মোস্তাক মোল্যা এবং ৭টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেয়া হয়।
কর্মসূচিতে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচালী, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।