নড়াইলে ৭দফা আদায়ে নির্ধারিত অফিস সময়ের পর সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীদের অতিরিক্ত এক ঘন্টা দায়িত্ব পালন

নড়াইল প্রতিনিধি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘন্টা দায়িত্ব পালন করেছেন নড়াইলের সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।
বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৫টা হতে ৬টা পর্যন্ত বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ইতিবাচক কর্মসূচি পালন করেন।

সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী নড়াইল অফিসের উদ্যোগে নির্ধারিত অফিস সময় বিকাল ৫টার পর থেকে ৬টা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এসময় অফিসে কর্মরত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চ›ন্দ্র বিশ্বাস, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বাদশা মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, মোঃ বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।

উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘন্টা দায়িত্ব পালন করেছি। দেশের বিভিন্ন পেশাজীবীরা তাদের দাবি আদায়ের ধর্মঘট, কর্মবিরতি সহ নেতিবাচক কর্মসুচি পালন করে থাকে। সেখানে আমরা দাবি আদায়ে ইতিবাচক কর্মসুচি পালন করেছি।’

ঘোষিত ৭দফা দাবির মধ্যে রয়েছে সরকারি প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/ সমমানের পদ সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি কোটা ৫০% করণ, একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালু, মেধার অপচয় রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের নিয়োগদান, প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং পৃথক করা, বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্কে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োজিত করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা দূর করে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে রূপান্তর, ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধি।

fi

আরো দেখুনঃ