নড়াইল জেলায় পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২৫জনকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়সূত্রে জানাগেছে, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় নড়াইল জেলার ৪টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে
নড়াইল সদর থানায় ১০ জন, লোহাগড়া থানায় ৩জন ও নড়াগাতী থানায় ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতা মামলা, নিয়মিত মামলা সহ
বিভিন্ন মামলার আসামী রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান থাকবে।
একে/অননিউজ24