নড়াইল প্রতিনিধি।।
নবগঠিত বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) নড়াইল জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক তরুন-তরুনীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আদালত চত্বর মোড়ে একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি প্রসেনজিৎ কুন্ডু’র সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহন কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি শান আল রশিদ সবুজ, সহ-সভাপতি প্রিয়াংকা গাইন, সহসাধারণ সম্পাদক নাজমুস সাদাত প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে ফ্রিল্যান্সার পেশা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। আগে পরিবার ও সমাজ এটাকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে মেনে নিতে চাইতেন না। এখন সেই ধারণা বদলে গেছে। দিন দিন এ পেশার ব্যপ্তি বাড়ছে। দেশে এখন প্রায় ৬ লাখ ফ্রিল্যান্সার আছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা এ পেশায় এগিয়ে এসেছেন। নড়াইল জেলায়ও পেশাজীবী ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে। তরুন তরুনীরা বেকার ঘুরে না বেড়িয়ে কাজ শিখে বাসা-বাড়িতে বসেই সম্মানজনক টাকা ইনকাম করতে পারে। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলার পক্ষ থেকে নড়াইলে তরুন-তরুনীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে উদ্যোগ গ্রহণ করবে। আগ্রহী তরুন তরুনীরা সংগঠনের সাথে যোগাযোগ করে কোন ফি ছাড়াই প্রশিক্ষণ গ্রহণ ও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এসময় তরুন-তরুনীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা কমিটির নেতৃবৃন্দ।’
অনুষ্ঠানে নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ জলময় কোরেশী, আইসিটি সম্পাদক ইমরান সুজন, সাংগঠনিক সম্পাদক শুভঙ্কর বিশ^াস, নির্বাহী সদস্য অন্তর কুন্ডু, আকাশ মল্লিক ও শোহানুর বাপ্পি।
গত ৩০ আগষ্ট এক সভার মাধ্যমে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com