নড়াইল জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপপ্রচারের
প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে বড়দিয়া দলীয়
কার্যালয়ে নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক
বুলবুল কবীর। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার (১৮ মে) দুপুরে প্রবাসী বিএনপি
নেতা আব্দুল লতিফ স¤্রাটের গাড়ি বহর যোগানিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের
হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে
জড়িয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার করা হচ্ছে। গাড়িবহরে হামলার পর কালিয়া পৌর
বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ গত রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের
মাধ্যমে দলীয় লোকজনের নামে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে মানসম্মান ক্ষুন্ন করার জন্য
চেষ্টা করছেন। তারা অপপ্রচার করছে যে, জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর
আলমের নির্দেশে নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ
ঘটনা ঘটিয়েছে। যা ডাহা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন নড়াগাতী থানা
বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবীর।
রোববারের হামলায় আহত মুন্সি আসাবুর রহমান আরাফাত প্রথমে কাউকে চিনেন নাই
মর্মে সাক্ষাতকার দেন। পরে কে বা কারোর মাধ্যমে প্রভাবিত হয়ে জেলা বিএনপির সভাপতি
বিশ্বাস জাহাঙ্গীর আলম ও বিএনপির নেতা বিশ্বাস আসজাদুর রহমান মিঠুর উপস্থিতিতে
হামলার ঘটনা ঘটেছে মর্মে প্রচার করছে। অথচ জেলা বিএনপির সভাপতি বিশ্বাস
জাহাঙ্গীর আলম দেশের বাইরে আছেন। আর বিশ্বাস আসজাদুর রহমান মিঠু শারীরিক ভাবে
অসুস্থ থাকায় ঢাকাতে অবস্থান করছেন।
এদিকে, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান খুলনাতে ছিলেন। আর
নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবীর স্থানীয় দি পাটনা একাডেমির
সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বিএনপি নেতা হোসেন
জুনু, সোহেল খান ও তরিকুল মোল্যার নামেও যে অপপ্রচার চালানো হয়েছে, তা সত্য নয়
বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ স¤্রাটের গাড়ি বহরে আওয়ামী নেতাকর্মীরা
উদ্দেশ্য প্রণোদিত হয়ে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন নড়াগাতী
থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবীরসহ দলীয় নেতাকর্মীরা। এ হামলার
ভিডিওফুটেজও তাদের কাছে আছে বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনকারীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান,
সহ-সভাপতি বি এম নওশের আলী, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল
হোসেন, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাস, কলাবাড়িয়া ইউনিয়ন
বিএনপির সভাপতি শরীফ আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, খাশিয়াল
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা জিয়াউর রহমান, বাঐসোনা ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা জাফর আলীসহ দলীয় নেতাকর্মীরা।
মজ/অননিউজ২৪