নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সহ বিভিন্ন মামলায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শেখপাড়ার ফারুক হোসেন (৫৩), এজাহার ওরফে ইজাজ আকুঞ্জী (৫০), নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের খবির উদ্দিন শেখ (৫৬), আফরা গ্রামের মহিদুল গাজী (৩৩) ও মোহর আলী মোল্যা (৫০) ।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, শনিবার রাত ১টা হতে ৩টা পর্যন্ত নড়াইল সদর থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে শেখহাটি এলাকা থেকে ৩জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। নড়াইল পুলিশ সুপারের নির্দেশে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী অভিযান চলমান থাকবে।
এছাড়া লোহাগড়া উপজেলা হতে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আই/অননিউজ২৪।।