নড়াইল প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে নড়াইলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সদর পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাদাতপুর এলাকার একটি বাড়িতে এ উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৪নং ওয়ার্ড (আলাদাতপুর) মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ ও পৌর মেয়র আঞ্জুমান আরার জেষ্ঠ কন্যা সঞ্চিতা আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন পৌরসভার ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পান্না বেগম, ৪নং ওয়ার্ডের বাসিন্দা কাজল বেগম, নাছিমা আক্তার, পাপিয়া আক্তার, পারভীন খানম, সুলতানা আক্তার প্রমুখ।
বক্তব্যকালে নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কাজ চলছে। পদ্মা সেতু ও কালনা সেতু চালুর মধ্যদিয়ে সারাদেশের পাশাপাশি নড়াইল জেলার মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অনেক ধরনের ভাতা চালুর মধ্যদিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আওয়ামীলীগ সরকার। আগামী নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার অনুরোধ জানানো হয়।
উঠান বৈঠকে পৌরসভার ৪নং ওয়ার্ডের আলাদাতপুর সহ আশেপাশের গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।