নড়াইল শহরকে যানজটমুক্ত রাখতে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

নব নির্মিত নড়াইল রেলস্টেশনে যাত্রীদের নির্বিঘেœ যাতায়াত ও শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত
হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নড়াইল উন্নয়ন আন্দোলনের ব্যানারে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্যে নড়াইল উন্নয়ন আন্দোলনের আহবায়ক শরীফ মুনীর হোসেন বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়্ধাসঢ়;ইল রেল স্টেশনে যাতায়াতের জন্য কোন সড়ক নির্মাণ করা হয়নি। রেলস্টেশনে যাতায়াত ও নড়াইল শহরকে যানজটমুক্ত করতে শহরের পাশ দিয়ে রূপগঞ্জ হতে গো-চর পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ জরুরী হয়ে পড়েছে। অন্যথায় শহরে যানজটের কারনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।’

কর্মসূচিতে রাজনীতিবিদ আনোয়ার হোসেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শফিউর রহমান শফিউল্লাহ,সাংস্কৃতিক কর্মী ইমান আলী মিলন সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

আরো দেখুনঃ