নড়াইলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ফেব্রæয়ারী) বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। বিকালে সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন।
উদ্বোধনৗ সমাপণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গরুত্ব অপরীসিম। তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই বাড়িতে বসে মোবাই?ল নিয়ে সময় নষ্ট করে। ওই সময়টুকু খেলাধুলায় অতিবাহিত করতে হবে। সন্তানদের খেলাধুলায় মনোযোগী করতে অভিভাবকদেরও নজর দেয়ার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে।#
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com