নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার হিরোক।
ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া উদযাপন পর্ষদের সম্পাদক সিনিয়র শিক্ষক শেখ হাফিজুর রহমান, সহ- সম্পাদক সহকারি শিক্ষক (শারিরীক শিক্ষা) মোঃ নাজমুজ ছাকিব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে ৬শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এফআর/অননিউজ