নড়াইল-১ ও ২ আসনে জামায়াতের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল-১ ও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১ টার দিকে পৃথকভাবে এ কর্মসুচি পালিত হয়।

নড়াইল-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান বাচ্চুর পক্ষে লোহাগড়া মোল্যার মাঠে বিশাল এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: জামিরুল হক টুটুলের সঞ্চালনায় ও নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনের এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, আয়ুব হোসেন খান, আবুল বাশার, মাওলানা আলমগীর হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল আবদার, মো: খিয়াম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, শ্রমিক নেতা আকিদুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, সদর পৌরসভার আমীর জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, অধ্যক্ষ মাকসুদুর রহমান, ড. খান আব্দুস সোবহান সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল একটি প্রচার র‌্যালি বের হয়ে লোহাগড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ কর্মসুচিতে উপস্থিত ছিলেন।

অপরদিকে নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচার সমাবেশ কালিয়া পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নড়াইল-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: আলমগীর হোসেনের সঞ্চলনায় ও নির্বাচন পরিচালক মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

এছাড়া বক্তব্য দেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন, মুশফিকুর রহমান, জেলা শিবিরের সেক্রেটারী তাজ মোহাম্মাদ, জেলা শুরা সদস্য হাফেজ জাকারিয়া, মইনুল ইসলাম। কালিয়া পৌর আমীর মাওলানা নওশের আলী প্রমুখ।

সমাবেশ শেষে প্রায় হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল একটি মিছিল কালিয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জামায়াতে পৌর কার্যালয়ের সামনে শেষ হয়। কর্মসুচিতে জেলা, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

উভয় সমাবেশে বক্তারা, জামায়াতে ইসলামের প্রার্থীকে জয়ী করতে জোরালোভাবে কাজ করার অনুরোধ জানান।

আরো দেখুনঃ