দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানাগেছে, মাশরাফী বিন মোর্ত্তজা ১লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ী প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৪১ভোট, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী মোঃ মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট, গনফ্রন্টের মো: লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমান মিনার প্রতীকে ১হাজার ৮৫২ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর ইসলাম ঈগল প্রতীকে ১হাজার ৩৬৩ ভোট পেয়েছেন। এছাড়া ৩দিন আগে নির্বাচন থেকে সরে দাড়ানো স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫৬ ভোট।
লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন, লোহাগড়া ও নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। বৈধ ভোটের সংখ্যা ১লাখ ৯৯ হাজার ৭৮৬টি এবং বাতিল ভোটের সংখ্যা ৩হাজার ৪২৫টি। সর্বমোট প্রদত্ত ভোট ২লাখ ৩হাজার ২শত ১১টি।
এদিকে জয়লাভের পর আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মাশরাফী বিন মোর্ত্তজাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। চলে মিষ্টি বিতরণ। বিজয় নিশ্চিত হয়ে মাশরাফী চলে যান লোহাগড়া উপজেলায়। সেখানে লোহাগড়া উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হন। মাশরাফী বিন মোর্ত্তজা বিজয়ের পর প্রতিক্রিয়ায়, নড়াইলের উন্নয়নে নিরলসভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এফআর/অননিউজ