দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই অভিনেত্রীর এখন বলার মতো অনেক গল্প কিংবা তাকে নিয়েই এখন অনেক গল্প। তার সাফল্যের পেছনে রয়েছে হাসি, কান্না, আনন্দ-বেদনার সংমিশ্রণ। সব বাঁধা পেছনে ফেলে নিজের অভিনয় নৈপুণ্যে দর্শকমহলে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি।
একদিকে সিনেমা, অন্যদিকে ব্যক্তিজীবন- দুই জায়গায়ই আলোচনায় থাকেন তারকারা। বাঁধনও সেই তালিকার বাইরে নয়। তার ব্যক্তিজীবন নিয়েও নেটিজেনদের আগ্রহের মাত্রা একটু বেশিই বটে!
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন বাঁধন। তিনি বলেন, আমার আর মেয়ের মাঝখানে নতুন কাউকে নিয়ে চিন্তার এখনও সুযোগ হয়নি। ভবিষ্যতে কী হবে বলতে পারছি না। জীবন চলার পথে ইমোশনাল সাপোর্টের জন্য সঙ্গীর প্রয়োজন হতেই পারে।
তিনি আরও বলেন, আগে গৎবাঁধা মানুষ ছিলাম। তবে এখন চিন্তার পরিবর্তন হয়েছে। আমার সঙ্গে মেয়েকে নিয়েও ভাবি।