দুর্নীতি, ধর্মান্ধতা আর কুসংস্কার থেকে নিজেদের দূরে রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ জানুয়ারি) গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জেলা-উপজেলায় স্কাউট ভবন ও স্কাউট প্রশিক্ষণ সেন্টার হবে বলে ঘোষণা দেন। স্কাউটের কল্যাণে তাঁর সরকারের নেওয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কাউটের কার্যক্রমের ফলে সৃজনশীল মনোভাব তৈরি হয়। সমাজ সেবায় স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্কউট সদস্যরা যেভাবে ছুটে যায় তা প্রশংসনীয়। আরও ব্যাপকভাবে স্কাউট ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা করি। ’
তিনি বলেন, ‘স্কাউটের কল্যাণে শিক্ষা মন্ত্রণালয় নানান কর্মসূচিত গ্রহণ করেছে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। ’
প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের উজ্জীবিত করতে বলেন, ‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সারা বাংলাদেশে আমরা প্রযুক্তি ছড়িয়ে দিয়েছি। ইকোপার্ক-হাইটেক পার্ক করে দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যেন ডিজিটাল ডিভাইস সম্পর্কে আরও তথ্য পেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। ’
সরকার প্রধান বলেন, ‘৪১ সালে জাতি হবে স্মার্ট জাতি। আজকের শিশুরাই তা করবে। সব ধরনের দুর্নীতি, সন্ত্রাস, ধর্মান্ধতা, কুসংস্কার থেকে মুক্ত থাকবে- আমি চাই ছেলেমেয়েরা সেভাবেই নিজেদের গড়ে তুলবে। ’