নতুন বছরে নতুন চেয়ারম্যানের হাতে নতুন বইয়ের ঘ্রাণ পেলো আদ্রা ইউনিয়নের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি।।

নতুন বছরে নতুন চেয়ারম্যানের হাতে নতুন বই পেয়ে উচ্ছসিত বরুড়ার ১৩নং আদ্রা ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বছরের আনন্দের সাথে নতুন বই এবং নতুন চেয়ারম্যান সকল নতুনকে খুব কাছে থেকে আনন্দচিত্তে বরণ করেছে এ ইউনিয়নের শত শত শিক্ষার্থী।

আজ পহেলা জানুয়ারি। ২০২২ সালের প্রথমদিন, বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক তুলে দেওয়ার দিন। নতুন বছরের ফুলের সুগন্ধ, নতুন বইয়ের ঘ্রাণ পেলো নতুন চেয়ারম্যানের হাত ধরে, আনন্দটা নিশ্চয়ই আকাশচুম্বি হয়েছে আদ্রা ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীদের। এসব শিক্ষার্থীর হাতে নতুন বছরের আনন্দ ভাগ, নতুন বইয়ের ঘ্রাণ তুলে দিতে পেরে নিজেও উচ্ছ¡সিত আদ্রা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন।

তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ঘোষণা দিয়েছিলেন আদ্রা ইউনিয়নের শিক্ষা ব্যবস্থাকে অনন্য উচ্চতায় তুলবেন। সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বছরের প্রথমদিন ইউনিয়নের প্রাইমারী স্কুল, হাইস্কুলসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণে অংশ নেন রাকিবুল হাসান লিমন। তাঁর হাত থেকে বই গ্রহণ করে নতুন বই যেন আরও কিছু আলোর জ্যোতি বাড়িয়েছে শিক্ষার্থীদের চোখেমুখে।

শনিবার দিনব্যাপী আদ্রা ইউনিয়নের কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়, একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একবাড়িয়া মাদ্রাসা, পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেরপেটি বহুমূখী উচ্চ বিদ্যালয়. নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয় এবং সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন আদ্রা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আনন্দ এবং নতুন বছরের প্রথমদিন কাটানোর প্রাঞ্জল অভিজ্ঞতা তাঁকেও বসিয়েছে অন্যরকম আনন্দের সিংহাসনে।

আরো দেখুনঃ