নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে পণ্যের দাম নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক।।

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খাদ্যপণ্যের দামে ভারসাম্য আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এসময় নতুন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ এবং মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : একুশে টেলিভিশন

এফআর/অননিউজ

আরো দেখুনঃ