সোনারগাঁ প্রতিনিধি(নারায়ণগঞ্জ)।।
নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে সোনারগাঁ উপজেলার জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুম,জাহিদ হাসান জিন্নাহসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধারা আরও অনেকে।
এসকেডি/অননিউজ