নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে গতকাল বিদ্যালয়ের মাঠে মনোমুগ্ধকর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
উক্ত অনুষ্ঠানে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরমা দত্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান, কুমিল্লা মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গৌরবের ১৫০ বছর উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দরা।