ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলায় বালু মহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫ লক্ষ টাকা জরিমানা এবং চর মানিকনগরে নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করায় ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠলে সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জাফরাবাদ বালু মহালে অভিযান পরিচলনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
এসময় নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো. সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীদেরেউদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে এধরণের অপরাধের সাথে কাউকে পাওয়া গেলে আরও কঠোর সাজার মুখোমুখি হতে হবে।
এফআর/অননিউজ