নর্থ সাইপ্রাসে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোনাগাজীর যুবকের মৃত্যু
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

নর্থ সাইপ্রাসের ইস্কেলে শহরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আমিন উল্যাহ (৪৫) নামে ফেনীর সোনাগাজীর এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল তিনটায় এ ঘটনা ঘটে। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কাছারিপুকুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। নর্থ সাইপ্রাস সোনাগাজী কমিউনিটির সভাপতি মো. ইমাম হোসেন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই বছর পূর্বে পরিবারের ভাগ্য বদলে নর্থ সাইপ্রাস যান আমিন উল্যাহ। সে প্রথমে একটি কোম্পানি থেকে চাকরি করলেও দীর্ঘ ছয় মাসের মত চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। গত কয়েকদিন আগে থেকে একটি নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজ করার সময় অসাবধানতা বশত সে ওই ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নর্থ সাইপ্রাস সোনাগাজী কমিউনিটির উদ্যোগে তার দেহ গ্রামের বাড়িতে পৌঁছানের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শীঘ্রই তার মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে।
JN