নাঙ্গলকোটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। খবর পেয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে নোয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবদুস সাত্তার ঘরের দরজার নিচে ফোর ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘরে থাকা ব্যক্তিরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে।
এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জেনিফার_________৬ সেপ্টেম্বর ২১