নাঙ্গলকোটে জম্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথমস্থান অর্জন ইউনিয়ন পরিষদকে পুরস্কার

মো. রেজাউল করিম রাজু, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়ন পরিষদ গত জুলাই মাসে জম্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথমস্থান অর্জন করায় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা হলরুমে মাসিক সমন্বয় সভায় এই পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল আমীন সরকার।
মৌকরা ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিসুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদার জম্ম ও মৃত্যু নিবন্ধনের প্রথমস্থান অর্জনের এই স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আল আমীন সরকার ঘোষিত প্রতি মাসে জম্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ অর্জিত ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এই ধারাবাহিকতায় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ বিভিন্ন ভাবে তাদের টার্গেট পূরন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই মৌকরা ইউনিয়ন পরিষদ গত জুলাই মাসের নির্ধারিত টার্গেট জম্ম ও মৃত্যু নিবন্ধন করায় তাদেরকে প্রথমস্থান ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমীন সরকার। এরপর তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে মৌকরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদার বলেন, আমরা প্রতিমাসে চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত টার্গেট পূরন করার জন্য। আমাদের মেম্বার, শিক্ষক, গন্যমান্যব্যক্তি ও গ্রাম পুলিশরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ