কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দু’ জনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চিওড়া এলাকার তেঁজের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো: আনোয়ার (৩০) ও মো: নাসির (২৩)। তাদেরকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদের নেতৃত্বে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বুধবার রাতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এরপর ওই এলাকা থেকে দু’ জনকে আটক করে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নাঙ্গলকোট আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ।