কুমিল্লার নাঙ্গলকোটে হিফজুল কুরআন পরীক্ষায় সারা দেশের ২৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে মেধায় প্রথমস্থান অর্জন করেছে নারান্দিয়া
জামিয়া কোরআনিয়া মাদানীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আল আমীন। গতকাল শনিবার এ উপলক্ষে নারান্দিয়া মাদ্রাসা হলরুমে কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এছাড়াও আগামী ৩১ অক্টোবর নারান্দিয়া জামিয়া কোরআনিয়া মাদানিয়া ও মাওলানা কলিম উল্লাহ (রঃ) এর এতিমখানার ৩৪তম মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , মাওলানা শফিকুর রহমান, মাওলানা ইয়াছিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রবিউল আলম,হাজী আবদুল গফুর ও মাষ্টার শহিদুল্লাহসহ আরো অনেকে।
নারান্দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা উপ-মহাদেশের শ্রেষ্ঠতম আলেমেদ্বীন বৃটিশ বিরোধী আন্দোলনে
অগ্রসৈনিক মাওলানা হোসাইন আহমদ মাদানী ( রহমত উল্লাহ আলাই) এর খলিফা মাওলানা কলিম উল্লাহ (রহমত উল্লাহ আলাই) এর ছোট ছেলে হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ (রহমত উল্লাহ আলাই)।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com