উপমহাদেশের বিখ্যাত নাট্যকার ড. সেলিম আলদীনের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন রোববার ভোরে ফেনীর সোনাগাজীর সেনের খীল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। বিকাল চারটায় তাকে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ফেনী-৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ, পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন, নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাড. রাশেদ মাযহার ও সাধারণ সম্পাদক রাজিব সারওয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকাবহ পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য ; বোরহান উদ্দিন জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে কর্মকাল শেষ করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছে। এক ছেলে দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক, অপর ছেলে বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
এফআর/অননিউজ