নানা আয়োজনে সোনাগাজীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ১৪ডিসেম্বর (রোববার) সকালে উপজেলা পরিষদের সামনে স্থাপিত শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে ও মাস্টার সেলিম আলদীনের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত উল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার দীপ্ত সাহা, সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর আলম, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু সায়েম, সমবায় কর্মকর্তা মো. হানিফ, নির্বাচন কমিশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক সহ সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ